রাজ টেক্সটাইল মিলস্ কর্তৃপক্ষের উদ্যোগ ও আর্থিক পৃষ্ঠপোষকতায় রাজ টেক্সটাইল বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয় ইং ১৯৮০ সালে। ১৯৮৬ সালের ১ জানুয়ারীতে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী খোলা হয়। বিদ্যালয়টি ইং ০১/০১/২০০২ তারিখ থেকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে এবং ইং ০১/০৫/২০০৪ তারিখে এমপিও ভুক্ত হয় । ইং ২০০৬ সালে উক্ত বিদ্যালয়টি যশোর বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি লাভ করে। ফলে শিক্ষার্থীরা অত্র বিদ্যালয়ের নামেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২০০৭ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অস্থায়ী স্বীকৃতি প্রাপ্ত হয়। অদ্যবধি মাধ্যমিক পর্যায় এমপিও ভুক্ত না হলেও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে, সন্তোষজনক ফলাফল লাভ করে আসছে। গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখাপড়া খরচ চালাতে বিদ্যালয় কর্তৃপক্ষ বছরে তিনটি বৃত্তি প্রদান করে থাকে।